চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

থানায় নয়, দুদকের আসামি থাকবে নিজস্ব হাজতখানায়

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৯ | ৯:৫৯ অপরাহ্ণ

দুর্নীতির তফসিলভুক্ত সব ধরনের অপরাধের মামলা এখন আর থানায় করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের নিজ দপ্তরে এসব মামলা দায়ের করতে হবে। এমনকি কেউ যদি থানায় দুর্নীতির অভিযোগ করেন, সেক্ষেত্রে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করবে। পরবর্তীতে তা অনুসন্ধানের জন্য দুদকে পাঠাবে।
এসব বিষয় রেখেই রবিবার (২৩জুন) দুদক আইনের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে।

সংশোধিত বিধিমালার খসড়ায় আরও উল্লেখ করা হয়, করদাতার আয়কর রিটার্ন ফাইল ও ব্যাংক হিসাব সরাসরি তলব করতে পারবে দুদক। শুধু তাই নয়, দুদক চাইলে গুরুত্ব বিবেচনায় যে কোনো অভিযোগ দীর্ঘ সময় ধরে অনুসন্ধান না করে সরাসরি মামলা করতে পারবে।

গেজেটে আরও বলা হয়েছে, থানায় নয়, এখন থেকে দুদকের আসামি থাকবে নিজস্ব হাজতখানায়। এছাড়া ম্যাজিস্ট্রেট আদালতে না দিয়ে সরাসরি বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলার চার্জশিট দাখিল করা যাবে।

মামলা বা রায় হওয়ার আগে এমনকি মামলার আগেও সন্দেহভাজন দুর্নীতিবাজের সম্পদ ক্রোক বা ফ্রিজ করা যাবে। আর দুদকের অনুসন্ধান সংক্রান্ত বিদ্যমান সময়সীমা ১৫ দিনের পরিবর্তে ৪৫ দিন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট