চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৯ | ৮:৪৭ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা গেজেট প্রকাশের পর আজ রবিবার (২৩ জুন) বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের নিকট থেকে শপথ গ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গত ২৪ মার্চ চন্দনাইশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খান রূপা ও ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীকে বেসরকারিভাবে নির্বাচিত করা হলেও দুটি কেন্দ্র নির্বাচন স্থগিত থাকায় উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
গত ১৩ জুন স্থগিত ২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত ২৩ হাজার ২৩৮ ভোটে দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে একেএম নাজিম উদ্দীন পেয়েছিলেন ১৯ হাজার ৯শ ভোট। পরবর্তীতে গেজেট প্রকাশিত হওয়ার পর আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার আবদুল মান্নান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামাল হোসেন, জেলা নির্বাচনী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক ও উপসচিব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট