চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৯ | ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলার রামু-মরিচ্যা সড়কের থোয়াইংগ্যাকাটা পাইন বাগান এলাকায় পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ‘ছারপোকার’ মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।

আজ রবিবার (২৩ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল ইসলাম (৭০) ও আব্দুর রহমান (৫০)। আব্দুর রহমান ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল গ্রামের ও নুরুল ইসলাম রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জুমছড়ি এলাকার বাসিন্দা। নিহতরা ‘ছারপোকা’র যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) ছানা উল্লাহ পূর্বকোণ অনলাইনকে বলেন, যাত্রীবাহী ছারপোকাটি রামু থেকে যাত্রী নিয়ে মরিচ্যার দিকে যাচ্ছিল। পথে ওই সড়কের থোয়াইংগ্যাকাটা পাইন বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বৃদ্ধ নুরুল ইসলামের মৃত্যু হয়। তিনি আরো বলেন, গুরুতর আহত চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে আব্দুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে বলে জানান রামু থানার উপ-পরিদর্শক (এসআই) ছানা উল্লাহ।

পূর্বকোণ / ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট