চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জামাত-শিবিরের ৩১ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা  

পূর্বকোণ ডেস্ক

২৩ জুন, ২০১৯ | ৩:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে জামাত-শিবিরের সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ জুন) রাতে কলেজ ছাত্রলীগের কর্মী মো. রাজু বাদি হয়ে এ মামলাটি করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন পূর্বকোণকে জানান, গতকাল সংঘর্ষের ঘটনায় রাতে কলেজ ছাত্রলীগের কর্মী মো. রাজু বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ এবং ৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আইআইইউসি প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য জামায়াত নেতা মাওলানা মুমিনুল হক চৌধুরী গতকাল শনিবার ইন্তেকাল করেন। শনিবার (২২ জুন) সকাল ১১ টায় মরহুমের প্রথম জানাজা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে, দ্বিতীয় জানাজা বাদে জোহর নগরীর চকবাজার প্যারেড ময়দানে ও তৃতীয় জানাজা বাদে আসর সাতকানিয়া তুলাতলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।  গতকাল দ্বিতীয় জানাজায় জামাত-শিবিরের নেতাদের উপস্থিতি দেখে  কলেজ ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ  জানাজাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ইট পাটকেলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। পরে পুলিশী পাহারায় দ্রুত জানাজা সম্পন্ন হয়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট