চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বন্যহাতির আক্রমণে রামুতে কৃষকের মৃত্যু

পূর্বকোণ ডেস্ক

২৩ জুন, ২০১৯ | ২:১২ অপরাহ্ণ

কক্সবাজার জেলার রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল বশর (৪৫)।

তিনি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাবাগান কায়দংপাহাড় আব্দুল জব্বারের ছেলে।

গতকাল শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে তুলাবাগান কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, রাতে একটি হাতির পাল কায়দং পাহাড় এলাকায় ঢুকে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাচ্ছিলো। এ সময় আবুল বশর মশাল নিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন।

একপর্যায়ে একটি হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট