চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাউজানে সামাজিক বনায়নের উদ্বোধন

ফলদ চারা রোপণ করলে এলাকার মানুষ উপকৃত হয় : ফজলে করিম

নিজস্ব সংবাদদাতা , রাউজান

২৩ জুন, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

রাউজান ঢালাবিট-কাম চেক স্টেশন ইছামতি রেঞ্জ চট্টগ্রাম বন বিভাগের ব্যবস্থাপনায় পূর্ব রাউজানের জাইলা টিলায় ২০১৮-২০১৯ আর্থিক সালের সামাজিক বনায়নের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল শনিবার দুপুরে তিনি ফিতাকেটে ও ফলক উন্মোচন করে এ সামাজিক বনায়ন সৃজনের উদ্বোধন করেন। এসময় সমাবেশে তিনি বলেন ফলদ চারা রোপণ করলে এলাকার মানুষ উপকৃত হয়। তিনি বন উজাড় সম্পর্কে সবাইকে সর্তক এবং সরকারি জায়গায় কোন অবৈধ দখল যাতে না হয়, সে দিকে খেয়াল রাখার আহবান জানান। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল চেয়ারম্যান জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সহকারী বন সংরক্ষক মো. হোসাইন, স্টেশন কর্মকর্তা আবদুর রশীদ, আওয়ামী লীগ নেতা কাজী মো. ইকবাল, জানে আলম জনি, জসিম উদ্দিন, ইরফান আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট