চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মসজিদ ও মন্দিরের চেক বিতরণে এমপি মোস্তাফিজ

নিজস্ব সংবাদদাতা , বাঁশখালী

২৩ জুন, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, ধর্ম কোন রাজনীতির অংশ বিশেষ নয়, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেক ধর্মের মানুষে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আন্তরিকতার সাথে সরকারি অর্থ বরাদ্দ করে থাকেন। তারই অংশ হিসাবে বাঁশখালীতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ২০টি মসজিদ ও ৪টি মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের কার্যালয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ অনুষ্ঠানে এমপি মোস্তাফিজ একথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট