চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইইবি’র পুনর্মিলনীতে নওফেল

সরকারের উন্নয়ন কর্মকা-ের দুই হাত হলেন প্রকৌশলীরা

২৩ জুন, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার উন্নয়ন করছে, কিন্তু বাস্তবায়নের জন্য মেধা ও শ্রম ব্যয় করছেন প্রকৌশলীরা। প্রকৌশলীদের হাত ধরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বেশি হচ্ছে।
শিক্ষা উপমন্ত্রী গতকাল চট্টগ্রাম আইইবি’র ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম এর সভাপতিত্বে তিনি বলেন, প্রকৌশলীরা জাতির গর্ব।

কারণ তারা বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান মনষ্ক মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না। দেশের নানা উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান করেছেন। এত জনবহুল দেশে সম্মানের সাথে কিভাবে আগামী প্রজন্ম থাকবে তা একশত বছর আগে নির্ধারণ করেছেন। দেশের এত উন্নয়ন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উদাহরণ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কথা তুলে ধরে তিনি বলেন, জাতির স্মরণীয় দিন ২৩ জুন। ধর্ম, বর্ণ নির্বিশেষে এ দিন স্মরণ রাখা উচিত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট