চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাপউস আয়োজিত পরিবেশ দিবসের সভায় বক্তারা

বায়ুদূষণ বিশ্বজুড়ে বিবেচিত হচ্ছে নীরব ঘাতক হিসেবে

২৩ জুন, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশে পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বায়ু দূষণ রোধ করি, বাস যোগ্য ভবিষ্যৎ গড়ি’ শীর্ষক আলোচনা সভা গত ২১ জুন বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ কাশফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাপউস’র চেয়ারম্যান এ.কে.এম আবু ইউসুফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ও সংগঠক এম.এ সবুর।
বিশেষ অতিথি ছিলেন সোহেল মুহাম্মদ ফখরুদ্দীন, প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, মানবাধিকার ইউনিটের নগর সা. সম্পাদক স.ম. জিয়াউর রহমান, নুরুল কবির, ডা. মো. মনির আজাদ, মিন্টু কুমার দাশ, মনসুরুল হাসান জিয়া, এস.এম. শাহনেওয়াজ আলী মির্জা, প্রকৌশলী মো. ফেরদৌস ওয়াহিদ, লায়ন এইচ এম ওসমান সরোয়ার ও সালাউদ্দিন লিটন। এতে বক্তারা বলেন, সাম্প্রতিককালে বিশ্বের অন্যান্য স্থানের মতো এশিয়াতেও পরিবেশগত ইস্যুগুলির মধ্যে বায়ুদূষণে অধিকতর প্রাধান্য লাভ করেছে। এর মূল কারণ অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। বিশ্বে প্রতিবছর ৭০ লাখ মানুষ বায়ু দূষণের শিকার হয়ে মারা যায়। বিশ্বজুড়ে বায়ু দূষণ নীরব ঘাতক হিসেবে বিবেচিত হচ্ছে। এটা এখন একটা চ্যালেঞ্জ।
যা সবাইকে একযোগে মোকাবেলা করতে হবে। বায়ুকে নির্মল করে তুলতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তেমনি পরিবেশ রক্ষায় যারা নিয়োজিত তাদের দায়িত্ব পালনের কোন বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মো. বেলাল উদ্দিন চৌধুরী, রাশেদ মাহমুদ পিয়াস, সাংবাদিক এসডি জীবন, সাংবাদিক রাজীব চক্রবর্তী, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মুরাদ, শামীম উল্লাহ আদিল প্রমুখ। সভাশেষে উপস্থিত সকলেই সমবেতভাবে পরিবেশ দূষণরোধে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে অন্যকে সচেতন করার উদ্যোগ নেওয়ার প্রত্যয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট