চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়ার গৈড়লা স্কুলের সম্পদ রক্ষার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

২৩ জুন, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

পটিয়ার গৈড়লা করণখাইন প্রাণহরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্পদ রক্ষা ও বিনা কারণে শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে ইউএনও হাবিবুল হাসানকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামসহ এ সময় উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য মো. লোকমান, শিক্ষক নিরুপম দাশ, জামাল উদ্দিন, দোলন দাশ, লিটন দাশ, রোজি বড়–য়া, লুৎফুন্নাহার বেগম, টিটু বড়–য়া প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, ১৯৪২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাঠ, পুকুর, নাল জমি, খাই, ভবনসহ সাড়ে ৭ একর এলাকাজুড়ে এই স্কুলটি রয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় গৈড়লা গ্রামের ভূমিদস্যু হিসেবে পরিচিত বাবুল ভট্টাচার্য্যসহ কয়েকজন কৌশলে জায়গা আত্মসাৎ করে স্কুল ধ্বংসের পাঁয়তারা করে যাচ্ছে। বিভিন্ন সময় ওই চক্রটি স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের ব্যক্তিগতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ ও স্কুলের সম্পদ রক্ষার জন্য জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। স্মারকলিপি গ্রহণকালে ইউএনও হাবিবুল হাসান বিদ্যালয়ের সম্পদ রক্ষাসহ শিক্ষার পরিবেশ আরো উন্নত করার জন্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট