চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৭ মার্চ থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে চলবে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ, ২০২১ | ১১:২৪ অপরাহ্ণ

পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে আগামী ১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফ্লাইট।

যাত্রীদের চাহিদা, অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সোমবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্যোগটি বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম। ১৭ মার্চ থেকে সপ্তাহে দু‘দিন এই রুটে চলবে ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধ পরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশা করা যাচ্ছে এর ফলে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট