চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চমেক হাসপাতালে রোগী হয়রানি ও অর্থ আদায়ের দায়ে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ, ২০২১ | ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও সেবার নামে অর্থ আদায়ের অভিযোগে তিন কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুই জন হাসপাতালের সরকারি কর্মচারী ও একজন অবৈতনিক কর্মচারী বলে জানা গেছে।

সোমবার (৮ মার্চ) হাসপাতালের ১৫ নম্বর রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

আটককৃতরা হলেন, চমেক হাসপাতালের অফিস সহকারী মো. মহিউদ্দীন, পরিচ্ছন্ন কর্মী রুখসানা বেগম এবং মো. ফারুক। এদের মধ্যে ফারুক অবৈতনিক কর্মচারী। 

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার মো. আবু তালেব। পূর্বকোণকে তিনি বলেন, রোগীদের সেবার নামে হয়রানি করে আসছিল এ তিনজন। বিষয়টি গত ২ দিন নজরদারিতে রেখে আজ সোমবার রোগীদের কাছ থেকে অর্থ লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করে ওই সংস্থাটি। পরে মহিউদ্দীন ও রুখসানা বেগমকে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে দিয়ে ফারুককে থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট