চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেশে করোনার এক বছর: ঝুঁকি উপেক্ষা করে মাঠে ছিল স্বেচ্ছাসেবীরাও

নিজস্ব প্রতিবেদক 

৮ মার্চ, ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ

মহামারী করোনার সময় মৃত্যুঝুঁকি তুচ্ছ করে বৃহত্তর চট্টগ্রামে দুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল দেশের প্রধানতম রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বহু দেশি ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারের পাশাপাশি এসব সংগঠনের দায়বোধের সুবাদে মানুষ এমন বিপদের সময়ও ভেঙে পড়েনি। সাহস পেয়েছে। লকডাউনে থমকে যাওয়া চট্টগ্রামকে স্বাভাবিক করতে চট্টগ্রামের অর্ধ শতাধিক সংগঠনের ঋণ উপকারভোগীরা কখনোই ভুলতে পারবেন না। সম্মুখসারিতে থেকে মানবতার ডাকে যারা রাস্তায় নেমে ভবঘুরে মানুষকে রান্না করা খাবার বিতরণ করেছে, বাসায় খাবারসহ নিত্যপণ্য পৌঁছে দিয়েছে, অক্সিজেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে, সেই সহায়তা তখন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

করোনাযুদ্ধে চট্টগ্রামে মানবতাবাদী এসব স্বেচ্ছাসেবী সংগঠন যেসব সেবা দিয়েছে সেগুলো হল, ত্রাণ ও অর্থ বিতরণ, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, এম্বুলেন্স সেবা, টেলিমেডিসিন সেবা, মৃত করোনারোগীদের স্ব স্ব বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা, রমজানের সময় ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ, ঈদসামগ্রী বিতরণ ইত্যাদি। স্বেচ্ছাসেবী ও সামাজিক বিভিন্ন সংগঠনের পাশাপাশি অনেকে ব্যক্তি উদ্যোগেও বহু মানুষকে দান করেছেন। ওই পরিস্থিতিতে মানবতার দাবি উপেক্ষা করেননি কেউ।

স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশন ‘শরিকানা কোরবানির’ ব্যতিক্রমী সেবা প্রদান করেছিল। কোরবানিদাতাদের পক্ষ থেকে কোরবানির পশু কেনা থেকে শুরু করে কোরবানির পর বাসায় মাংস পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছিল। তাদের সঙ্গে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশও একই সেবা প্রদান করে।

‘অন্তহীন ফাউন্ডেশন’ নগরীর বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে করোনার স্যাম্পল কালেকশন করে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে।

এছাড়া বিভিন্ন ধরণের সেবা প্রদান করে যেসব প্রতিষ্ঠান চট্টগ্রামবাসীর পাশে দাঁড়িয়েছিল সেগুলো হল- মোস্তফা হাকিম ফাউন্ডেশন, কাশেম-নূর ফাউন্ডেশন, বিজয় কেতন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আলোর আশা যুব ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন, সিটিজি ব্লাড ব্যাংক, তাহের নাহার ফাউন্ডেশন’ হাজীপাড়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন, প্রিয় বাংলাদেশ, লাইটার ইউথ ফাউন্ডেশন, কণিকা-একটি রক্তদাতা সংগঠন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, করোনা- আক্রান্ত সাংবাদিক সাহস সঞ্চার সেল, বর্ণের ইশকুল, স্মাইল বাংলাদেশ, অঙ্গিকার বাংলাদেশ, নগরফুল, স্বপ্ন ও আগামী, কল্যাণ, পোস্টম্যান, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, নিঃশ্বাসের বন্ধু, পূর্বাশার আলো, রক্তের সন্ধানে সীতাকু-, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, অঙ্গীকার বাংলাদেশ, রেডক্রিসেন্ট ইয়ুথ, স্যাভক, ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব, টিম সাতকানিয়া, সোশ্যাল ফাইটার্স অব বাংলাদেশ, ওয়ান/ টুয়েন্টি ফোর সোশ্যাল মুভমেন্ট, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ-পটিয়া, স্মাইল বাংলাদেশ, জনসেবা যুব কল্যাণে আমরা, হোপ ফাউন্ডেশন, পূর্বকোণ পাঠক ফোরাম, চকরিয়া, রোগী কল্যাণ সমিতি, চমেকহা, সীতাকু- যুব উন্নয়ন ফাউন্ডেশন, রোগী কল্যাণ সমিতি, চমেকহা, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন, এফএনএফ রাইডার্স চিটাগাং, বাংলাদেশ হিউম্যান এসোসিয়েশন, সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, নব উত্তরণ ক্লাব, ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, হিউম্যান এইড পতেঙ্গা, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ বৌদ্ধ নবজাগরণ ফাউন্ডেশন, কপাট ফাউন্ডেশন, স্বপ্ন মিছিল, মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন, আহল্লা সাধার পাড়া আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ, তারুণ্যের সংশপ্তক, আনন্দ ফাউন্ডেশন, প্রজন্ম মিরসরাই, আরাকান হাউজিং সোসাইটি মালিক সমিতি, যোদ্ধা, হৃদয়ে মা বাবা ফাউন্ডেশন, পজেটিভ থিংকার্স, নিবেদিত প্রাণ, সচেতন নাগরিক সমাজ, অজ্ঞাত রোগীর বন্ধু নেসার, অন্যরকম বাংলাদেশ, মানবতার আহবান ফাউন্ডেশন, প্রগতিশীল যুব সংঘ, ওয়ালি চৌধুরী স্মৃতি সংসদ, ফটিকছড়ি, মানবতা ফাউন্ডেশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম, প্রচেষ্টা ফাউন্ডেশন, খোর্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশন, ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড, আরএফপিসি ও সোশ্যাল এন্ড এনিম্যাল এক্টিভিস্টস ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, দূরবীণ ফাউন্ডেশন, হিতকরী, উৎসাহ সামাজিক সংগঠন, ফুটন্ত কিশোর সংঘ, সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট, চন্দনাইশ, জয়ধ্বনি- ১৯৭১, ইউনাইটেড ইয়ুথ ক্লাব, মাইজপাড়া ইসলামী ফুটন্তফুলের আসর, কান্ডারি, আলোকিত সংঘ, রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, নারী শক্তি, শিকড়, বিডি ক্লিন, টিম রেইনবো, টিম কাট্টলি, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাঝিরঘাট, শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক) ট্রাস্ট, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, সার্ভ ফর স্মাইল, প্রথম প্রহর ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই, দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উত্তর মনেয়াবাদ ইসলামী যুব কল্যাণ সংগঠন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, শার্প মুভমেন্ট, আমরা মানবিক- করোনা রোধে গুজব ও ভীতি নয়, আসুন সচেতন হই ও বোয়ালখালীর কল্যাণে আমরা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট