চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২০ বছর পর চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ, ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ একদিন পিছিয়েছে। আগাগী ১১ এপ্রিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংগঠনের কর্মী সম্মেলনে ১০ এপ্রিল সম্মেলনের তারিখ ঘোষণা করার পর হল না পাওয়ায় সম্মেলন পেছাতে হয়েছে।

বর্তমান কমিটির আহবায়ক ও দুই যুগ্ম আহবায়ক জানিয়েছেন, তারা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উদাহরণ সৃষ্টি করতে চান। আসন্ন কমিটিতে তারা কেউই কোন পদের জন্য লড়বেন না। এদিকে, সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিতে গতকাল ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা। তারা হলেন, কেন্দ্রীয় সহ-ভাপতি ড. জমির সিকদার, যুগ্ম সম্পাদক এ কে এম নাজিম এবং সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। তাদের সাথে রয়েছেন চট্টগ্রামের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতারা।

জানতে চাইলে নাফিউল করিম পূর্বকোণকে বলেন, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে। তাই সম্মেলন প্রস্তুতি কমিটি, পোস্টার ডিজাইন, সম্মেলনের স্থান নির্ধারণ, উপ-কমিটি গঠন, কারা কোন দায়িত্ব পালন করবে সব বিষয়ে তারা সহযোগিতা করার জন্যই চট্টগ্রামে এসেছেন। সব পক্ষের মতামত নিয়ে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি তারা নিচ্ছেন বলে জানান।

সম্মেলন যতই ঘনিয়ে আসছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে আরশেদুল আলম বাচ্চু, আজিজুর রহমান আজিজ, দেবাশীষ নাথ দেবু, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে হেলাল উদ্দিন, সুজিত দাশ এবং আব্দুর রশিদ লোকমান, মোহাম্মদ সালাউদ্দিন। নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনের অনুজ এডভোকেট তসলিম উদ্দিন, আজাদ খান অভি ও শাহেদ আলী রানা, নুরুল কবির, সাদেক হোসেন পাপ্পু, পংকজ চৌধুরী কংকন, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে.বি.এম শাহজাহানের অনুসারী মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, সামশেদ খোকন, পংকজ রায়সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট