চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চাকরির লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ: চার প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৯ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থেকে চার প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

গতকাল শুক্রবার (২১ জুন) চকবাজারের গুলজার টাওয়ারের সামনে থেকে এ চার প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রিহঞ্জীব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬), দুলাল আহম্মেদ (৫৫), খোরশেদ (৪০) ও সজল (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে মো. সুজন নামে একজনের অভিযোগের ভিত্তিতে ৪ প্রতারককে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, গ্রেপ্তারকৃত ৪ প্রতারক একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা একেক সময় বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ধারণ করে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির লোভ দেখাতো। এভাবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরি-প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অনেক মেধাবী শিক্ষার্থী ও পরিবার নিঃস্ব হয়ে গেছে।

গ্রেপ্তার রিহঞ্জীব দাশ প্রকাশ রঞ্জিব হাটহাজারী উপজেলার ভবানীপুরের মৃত সুকেন্দ্র বিকাশ দাশের ছেলে, দুলাল আহম্মেদ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দারোগার বাড়ির আলতাফ হোসেনের ছেলে। অপর দু্ইজন খোরশেদ ও সজল দু’জনই কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজারের বাসিন্দা।

পূর্বকোণ / রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট