চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ডে গেটম্যানকে মারধর, এএসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২১ | ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল গেট না খোলায় এক গেটম্যানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে থানার এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাত ১১টায় সীতাকুণ্ড কুমিরা রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত রেলওয়ের গেটম্যানের নাম মো. মাহবুবুর হোসেন প্রকাশ বিপ্লব (২২)।

আহত গেটম্যান মাহবুব হোসেন (বিপ্লব) বলেন, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলকে ধাওয়া করে এএসআই জাহাঙ্গীর। মোটরসাইকেলটি এসময় কুমিরা রেলগেট দিয়ে পালিয়ে যায়। এরমধ্যেই ঢাকামুখী ১ নম্বর আফ ট্রেন আসায় গেট বন্ধ করতে হয়েছে। গেট বন্ধ করার পরেই মাইক্রোবাসযোগে গেটের সামনে আসে এএসআই জাহাঙ্গীর। এসময় তিনি গেট খোলার জন্য বললে আমি জানাই ১০ মিনিটের মধ্যে টেন আসবে। তাই গেট এখন খোলা সম্ভব না। এ কথা বলার সাথে সাথে এএসআই জাহাঙ্গীরের নির্দেশে কনস্টেবলরা গেট খুলতে থাকে। পুলিশ গেট খোলার সঙ্গে সঙ্গে ট্রেনও চলে আসে। এসময় এএসআই জাহাঙ্গীর আলম আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। পরে তার প্রতিবাদ জানালে জাহাঙ্গীর স্যার আমাকে গুলি করার হুমকি দিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ ঘটনায় তৎক্ষণিকভাবে এএসআই জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট