চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ওয়াসার পাইপে চউকের কোপ, আগ্রাবাদে পানি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২১ | ৫:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন কাটা পড়েছে।

শনিবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন কেটে যায়। এতে সড়কে পানি জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ করে দেয়া হয় আগ্রাবাদ এলাকায় পানি সরবরাহ।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‌‘ওয়াসার পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে আগ্রাবাদবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় আমাদেরকে জানাতে বলা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে তারা কাজ করেছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট