চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে সাড়ে ১২ লাখ শিশু খাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

পূর্বকোণ ডেস্ক

২২ জুন, ২০১৯ | ২:১৪ অপরাহ্ণ

হাম, ডায়রিয়াসহ সব ধরনের রোগ থেকে বাঁচাতে শুরু হয়েছে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন।

আজ শনিবার (২২ জুন) সকাল ৮টা থেকে একযোগে চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। এ ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর মধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

অন্যদিকে ১৪টি উপজেলায় ৭ লাখ ৫৮ হাজার ২৪২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে সিভিল সার্জন কার্যালয়।

স্বতঃস্ফূর্ত পরিবেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী সাংবাদিকদের জানান, ‘কোনো শিশুই যাতে ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা সচেষ্ট রয়েছেন।’

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট