চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় যুবলীগের দুই নেতা-কর্মীকে ছুরিকাঘাত

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

৬ মার্চ, ২০২১ | ১:১১ অপরাহ্ণ

সাতকানিয়ায় মাটি কাটার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমানকে (৩৫) ছুরিকাঘাত করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিষেধ করতে গিয়ে আব্দুর রহিম (৪২) নামে অপর এক যুবলীগ কর্মীও ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর পর এদের দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

গতকাল শুক্রবার দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা উপজেলা আ. লীগের সহ-সভাপতি হাজী দেলোয়ারের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। আহত লোকমান এওচিয়া ইউপির ৭নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা তাজর পাড়ার কবির আহমদের ছেলে এবং রহিম একই ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত মোক্তার আহমদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা এওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আছু মাঝির বাড়ির আবুল হাশেমের ছেলে মো. কায়সার (২৮) এর সাথে আহত লোকমানের মাটি কাটার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে উভয়েই যোগদান করে। দুপুর পৌঁনে ২টার দিকে লোকমান ভাত খেয়ে উঠলে কায়সার কোন কিছু বুঝে উঠার আগেই লোকমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রহিম নিষেধ করতে গেলে তাকেও ছুরিকাঘাত করে কায়সার। এ সময় কায়সারের সাথে সহযোগী হিসেবে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা আফজল কেরানীর বাড়ির মৌলানা নুরুল আলমের ছেলে মো. তোহাও (২৪) ছিল।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মূলত টাকার ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটেছে। আহত ২ জন চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত থানায় কেউ এ সংক্রান্ত অভিযোগ বা মামলা দায়ের করেনি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট