চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টিকা নিতে চবি শিক্ষার্থীদের নাম তালিকাভুক্তির নির্দেশ

চবি সংবাদদাতা

৪ মার্চ, ২০২১ | ১০:২০ অপরাহ্ণ

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা টিকা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীকে তথ্য ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ৬ মার্চের মধ্যে আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নাম তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান পূর্বকোণকে বলেন, ‘সরকার থেকে আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীর নাম-পরিচয় জমা দেওয়ার জন্য নির্দেশ এসেছে। সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করার জন্য এই নির্দেশ। এজন্য সবাইকে নির্দিষ্ট লিংকে গিয়ে নিজের তথ্য ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। কারো জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন এর কপি জমা দিলে হবে।’

প্রসঙ্গত, আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণলায়। এর আগে ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে বলে জানায় মন্ত্রণালয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট