চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২১ | ১২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় সাক্ষ্য শপথ পাঠ করে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় আইয়ুব আলী নামের সিএমপির এক নায়েককে আটক করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টায় যুগ্ম মহানগর দায়রা জজ জহির উদ্দীনের আদালতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিশ্বজিৎ বড়ুয়া বলেন, কর্ণফুলী থানার মাদক মামলার চার নম্বর সাক্ষী পুলিশের নায়েক আইয়ুব আলী আদালতে সাক্ষীর জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে নায়েক আইয়ুব আলী বলেছেন তার সামনে চোলাই মদ জব্দ করেছে। তিনি আদালতে পুলিশের জমা দেওয়া চার্জশিটকে সমর্থন করেন বলে আদালতকে জানান।  কিছুক্ষণ পরে যখন আসামি পক্ষের আইনজীবী জেরা শুরু করেন। এ সময় তার সাক্ষ্য মিথ্যা প্রতীয়মান হয়। পরে বিজ্ঞ আদালত মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে আদালতের কাস্টডিতে তাকে আটক রাখার আদেশ দেন। আদালত তাকে কিছুক্ষণ আটক রেখে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট