চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্থ আত্মসাতের অভিযোগ

ইমারাতুন্নেসার বালিকা স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইমারাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম ফেরদৌস আরাকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। চসিকের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ছাত্রীদের নিকট হতে আদায়কৃত মাসিক বেতন ও বিবিধ ফি এবং সরকারি অনুদানের (এমপিও) টাকা যথাসময়ে তহবিলে জমা প্রদান না করে আত্মসাত করায় অফিস শৃঙ্খলা পরিপন্থী অপরাধের অভিযোগ ২০১৭ সালের ২১ ডিসেম্বর বিভাগীয় মামলা করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। চলতি বছরের ৯ মে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে নোটিশ দিয়ে ১০ দিনের মধ্যে কারণ

দর্শানোর দ্বিতীয় নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কাগজাদি পর্যালোচনা করে বাংলাদেশ স্থানীয় সরকার পরিষদ কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধি ১৯৬৮ সনের ৩(থ) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়। অবসরোত্তর ছুটি বাতিল করে একই আইনে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।
উল্লেখ্য, এই প্রধান শিক্ষিকা সম্প্রতি চেকের মামলায়ও জেলে যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট