চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের মাস্টার প্ল্যান ও নতুন আবাসন পরিকল্পনায় বিনিয়োগ বিষয়ে সভা

২২ জুন, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মাস্টার প্ল্যান এবং নতুন আবাসন পরিকল্পনায় বিনিয়োগ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ সফররত বাংলাদেশ বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী সংগঠন ইউকেবিসিসিআই ও চট্টগ্রাম ডেভলপমেন্ট অথরিটি (সিডিএ)। গত বুধবার ইউকেবিসিসি আইয়ের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট বজলুর রশীদ এমই ও সিডিএ-এর পক্ষে নেতৃত্ব দেন এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
ইউকেবিসিসিআইয়ের অন্য সদস্যরা হলেন এম এ রউফ জেপি, ড. এম জি মওলা মিয়া, রোহেমা মিয়া, আবদুল কিউ খালেক (জামাল), ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ফারজানা হোসেন নীলা, মো. সিদ্দিকুর রহমান (জয়নাল), কামরু আলি, পাবেল কাদির চৌধুরী, এস আই আজাদ আলি, বুলবুল ইসলাম, জ্যাকুলিন পারসেল, সানাম মিয়া, করিম মিয়া, তারিক আলি, আব্দুল লতিফ (কাওসার), এম কে জামান (জুয়েল), মোহম্মদ আবু ইউসুফ চৌধুরী ও রুকি খানুম। সিসিসিআইয়ে চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে সিডব্লিউসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মুস্তাফাসহ অনেকে ছিলেন। সিডিএ-এর আরো যারা ছিলেন তারা হলেন সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট