চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইল ছবি

চট্টগ্রামে পিলারের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেড ডুবি, দুই শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২১ | ১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কালারপোল সেতু এলাকায় পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই একটি বাল্কহেড (নৌযান) ডুবে গেছে। এ ঘটনায় রহমত আলী ও আবুল কালাম মুন্সী নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) ভোরে কর্ণফুলী-পটিয়ার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাল্কহেডে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। এর মধ্যে দুই জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এছাড়া বাল্কহেড চালক নুরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল পাঠানো হয়েছে। সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান পূর্বকোণকে বলেন, আনোয়ারায় একটি নির্মাণাধীন সেতুর জন্য নগীরর মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল বাল্কহেডটি।

আজ ভোরে পিলারে সাথে ধাক্কা লেগে এটি ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। দু’জনই নিখোঁজ রয়েছেন। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট