চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্কুল ব্যাগে ২০ হাজার ইয়াবা, চন্দনাইশে গ্রেপ্তার ৩

চন্দনাইশ সংবাদদাতা

১ মার্চ, ২০২১ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে স্কুল ব্যাগে করে ২০ হাজার ইয়াবা পাচারকালে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশের তালতল ও বরমা কালিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোকতার হোসেন (৩১), রিয়াজ আহমেদ প্রকাশ রাজু (২৬) এবং জগদীশ দেব (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন, থানা সংলগ্ন তালতল এলাকায় অভিযান চালিয়ে প্রাডো গাড়িতে চালকের সিটের পিছনে স্কুল ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোকতার হোসেন ও রিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে বরমা কালিহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জগদীশ দেবকে গ্রেপ্তার করা হয়।

নাসির উদ্দিন সরকার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট