চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মিয়ানমারে ফেরত পাঠাতে রোহিঙ্গাদের পাশে থাকবে ওআইসি

উখিয়া সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:০৯ অপরাহ্ণ

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন।  ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে আজ রবিবার (২৮শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তিনি হেলিকপ্টার যোগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবতরণ করেন। সেখান থেকে ক্যাম্প-৪ এর একটি দরবার হলে রোহিঙ্গা নর-নারীদের সাথে মত বিনিময় করেন।

এ সময় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের চরম নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকে স্ব-সম্মানে ন্যায় বিচারের মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠাতে ওআইসি রোহিঙ্গাদের পাশে থাকবে।

এর আগে ওআইসির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সকালে রোহিঙ্গাদের অবস্থা দেখতে নোয়াখালী ভাসানচর প্রকল্প পরিদর্শন করেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে ওআইসির প্রতিনিধি দল বিকাল ৩টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

দীর্ঘ দেড় ঘন্টা রোহিঙ্গাদের সাথে বিভিন্ন সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। এ সময় নির্যাতিত রোহিঙ্গা নারী পুরুষেরা ওআইসি সহকারী মহাসচিবকে বলেন, ২০১৭ সালে ২৫ আগস্ট সামরিক বাহিনী পুলিশ তাদের ওপর চরম নির্যাতন চালায়। খুন, ধর্ষণ, গুম করে। রোহিঙ্গা শিশুদের আগুনে নিক্ষেপ করে। যার ফলে রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

বৈঠকে উপস্থিত ক্যাম্প-৪ এর চেয়ারম্যান মো. রফিক বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহাকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া জানিয়েছেন- যেহেতু রোহিঙ্গারা মিয়ানমারের চরম নির্যাতনের শিকার হয়েছে। তাই তাদেরকে স্ব-সম্মানে ন্যায় বিচারের মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠাতে ওআইসি রোহিঙ্গাদের পাশে থাকবে।

পূর্বকোণ / কায়সার-আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট