চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২০ করোনা যোদ্ধাকে সম্মাননা দিল উদ্যোক্তা চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ২০ জন সম্মুখ সারির করোনা যোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে উদ্যোক্তা চট্টগ্রাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর উইন্ড অব চেইঞ্জের ছাদে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এডমিন সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে যেসকল সম্মুখ সারির করোনা যোদ্ধাদের সম্মাননা জানানো হয় তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, একুশে পত্রিকার সম্পাদক ও ফিল্ড হাসপাতালের সহ-উদ্যোক্তা আজাদ তালুকদার, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাদ শাহরিয়ার, বিশিষ্ট শিল্পপতি জাবেদ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি, সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গাউছিয়া কমিটি বাংলাদেশ, দুর্বার তারুণ্যের আবু আবিদ এবং আল মানাহিল হাসপাতাল।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক, প্রয়াত সাংসদ মাঈনুদ্দিন বাদলের স্ত্রী সেলিনা বাদল। বক্তব্য রাখেন উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া আজাদ এবং সাদ শাহরিয়ার ।

করোনাকালে সাধারণ মানুষের পাশে থেকে ভূমিকা রাখায় সম্মুখসারির করোনা যোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট