২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:১৫ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হওয়া জোসনা আরা বেগম তোতা (৫৫) নামে সেই নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বার্ণ হসপিটালে মারা যান তিনি।
নিহত জোসনা আরা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফজল কাদেরের স্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, ছাগলকে তাপ দেওয়ার জন্য হাড়িতে করে কয়লার আগুন রাখেন জোসনা আরা। কয়লার হাড়িটি ছাগল ফেলে দিলে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ছাগল বাঁচাতে ছুটে যান জোসনা আরা বেগম। সে সময় তার শরীরে থাকা সিল্কের শাড়িতে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 248 People