চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের সেই ১৬ জুয়াড়ির ঠিকানা এখন কারাগার

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালীতে জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সিআরবির ফ্রান্সিস রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৬ জুয়াড়ি হলেন মো. আবুল হোসেন (৩৫), মো. ইউসুফ (৪১), মো. সুমন (২২), জাকির হোসেন (৩০), আরিফুল ইসলাম (২৪), মো. রকিব (২৪), মো. মনির হোসেন (২০), ইকবাল হোসেন (২২), মো. ফিরোজ (৩১), মো. মুরাদ (২৮), মো. ফয়সাল, (২৪), মো. আল আমিন (২০), মো. ইসমাইল হোসেন (৩৮), মো. সুহেব আহাম্মদ (৩৭), দনী দাশ নিরব (৩২) ও মো. সোহাগ (২০)।

গ্রেপ্তার আবুল হোসেন কোতোয়ালীর রেলওয়ে স্টাফ কোয়ার্টারের ইউনুছ মিয়ার ছেলে, ইউসুফ ফেনীর ছাগলনাইয়ার মাহফুজ ভূঁইয়ার ছেলে, সুমন হালিশহরের বউ বাজারের মো. হেলালের ছেলে, জাকির হোসেন পাহাড়তলীর ঝরনাপাড়ার আমির হোসেনের ছেলে, আরিফুল ইসলাম সদরঘাটের শাহ আলম কোম্পানির গ্যারেজের আব্দুর রউফের ছেলে, রকিব বাকলিয়ার মিয়াখাননগরের মো. শফিককের ছেলে, মনির হোসেন সদরঘাটের পূর্ব মাদারবাড়ির মো. নুরুল ইসলামের ছেলে, ইকবাল কোতোয়ালীর মেট্টন কলোনির মনির হোসেনের ছেলে, ফিরোজ ডবলমুরিংয়ের দেওয়ানহাট দীঘিরপাড়ের মো. হারুনের ছেলে, মুরাদ ডবলমুরিংয়ের নাজিরপুল আব্বাস সওদাগরের কলোনির মো. হামিদের ছেলে, ফয়সাল এনায়েতবাজার এলাকার আবু জাফরের ছেলে, আল আমিন একই এলাকার মনির হোসেনের ছেলে, ইসমাইল হোসেন খুলশীর আমবাগান এলাকার মো. কালু মিয়ার ছেলে, রাজু একই এলাকার শফিকুল হকের ছেলে, ধনী দাশ নীরব কোতোয়ালীর হেমসেন লেনের রাখাল চন্দ্র দাশের ছেলে এবং সোহাগ কদমতলী চেয়ারম্যান গলির তাহের উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা। তিনি পূর্বকোণকে বলেন, ‌‘সিআরবি ফ্রান্সিস রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩০০ তাস খেলার কার্ড ও ১৪ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট