২১ জুন, ২০১৯ | ১০:১৮ অপরাহ্ণ
আনোয়ারা সংবাদদাতা
আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামে হাতির ভয়ে পালাতে গিয়ে মারাত্নকভাবে আহত হয়েছে এক শিশু । আহত শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানায়, গুয়াপঞ্চক গ্রামের জেবল হোসেনের পুত্র শহিদ (১০) খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফিরছিল। হঠাৎ সে হাতি দেখে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। তার অন্ডকোষ বের হয়ে গেছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খাবারের সন্ধানে কেইপিজেডে একটি হাতির পাল অবস্থান করছে। সন্ধ্যায় লোকালয়ে ঢুকে জানমালের ক্ষতি করছে এরা।