চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কোরিয়ান ইপিজেডকে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ

কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে (কেইপিজেড) বেসরকারি হাইটেক পার্ক হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেড এবং কেইপিজেড এর মধ্যে এই বিষয়ে  সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও .যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোরিয়ান ইপিজেড এর আইটি জোনকে বেসরকারি হাই-টেক পার্ক ঘোষণা করে এর মাধ্যমে দেশের আইটি সেক্টরে বিদেশি বিনিয়োগ বাড়াবে। এ হাইটেক পার্ক দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বাড়বে ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সৃষ্টির প্রতি অধিক মনযোগী হোক।

অনুষ্ঠিত সমঝোতা স্মারকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টিনা জেবিন এবং কোরিয়ান ইপিজেড এর পক্ষে এর চেয়ারম্যান ও সিইও মি. কিহাক সই করেন।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জেন কিউন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট