চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সেই ফোরকান, চমেক পুলিশের সহায়তায় সুস্থ

 নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ফেলে যাওয়া ট্রেনে কাটা রোগী মো. ফোরকান সুস্থ হয়ে উঠেছেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়ার আর্থিক সহযোগিতায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন। এছাড়া ফোরকানকে চলাফেরার জন্য চট্টগ্রাম মেডিকেল পুলিশ ক্যাম্পের পক্ষে একটি হুইল চেয়ারও উপহার দেন জহিরুল।

এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ট্রেনে কাটা এক মুমূর্ষু রোগীকে চমেকের জরুরি বিভাগে ফেলে চলে যায় ড্রাইভার। ওইসময় রোগীটির একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল এবং অপর পা ও গুরুতর জখম ছিল। নামপরিচয় বিহীন এই রোগীর চিকিৎসার দায়িত্ব নেন জহিরুল। তাকে রক্ত দেওয়া থেকে শুরু করে সব ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি তিনি রোগীর পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। ফেসবুকের কল্যাণে তার নাম পরিচয় জানা যায়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট