চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আগুন নিয়ে খেলতে গিয়ে ৮ দোকান পুড়ে ছাই

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২২ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দিয়াশলাইয়ের আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং বাসস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

আগুনে মহিউদ্দিনের দুটি গ্রিল ওয়ার্কসপ, রুকন উদ্দিনের ইলেক্ট্রনিক্সের দোকান, জসিম উদ্দিনের লেপ-তোষকের দোকান, জওহর লাল কর্মকারের কামারের দোকান, নাসির ও আনোয়ারের দুটি রিক্সা মেরামতের দোকান।

স্থানীয়রা জানান, সকাল ৯টায় জসিম উদ্দিনের লেপ-তোষকের দোকানের কর্মচারী দিদার ও তার বন্ধু মিলে দিয়াশলাই নিয়ে দুষ্টুমি করছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানদার রুকন উদ্দিন জানান, আমার ইলেক্ট্রনিক দোকানের ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের মাধ্যমে সহযোগতিার আশ্বাস দেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট