চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শ্রদ্ধার ফুলে চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধায় স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের পক্ষ থেকে সশস্ত্র অভিবাদন জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচন মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এর পরপর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার। পরে শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হলে ভাষার জন্য জীবনদানকারী শহীদদের ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সব বয়সী মানুষ।
 
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা।
 
বাঙালির এই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট