চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আকবরশাহে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:১৬ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানার একটি দোকানে মারধর ও লুটপাটের মামলায় চাপাতি ও অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) রাতে আকবরশাহ এলাকার কাঁচা বাজার থেকে অভিযুক্ত  মো. রাকিবুল হাসান জাহিদকে (২১) গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ছায়েম।
গ্রেপ্তারকৃত  রাকিবুল হাসান জাহিদ চট্টগ্রামের আকবরশাহ এলাকার বিশ্বকলোনীর ফিরোজশাহের মো.মজনুর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এসআই মোহাম্মদ ছায়েম জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাতে আকবরশাহ থানার বি-ব্লকে  অভি মাল্ডিমিডিয়া নামক কম্পিউটারের দোকানের কর্মচারী মো. রবিনকে আহত করে দোকানে লুটপাটের ঘটনায় মো.আবদুল কাদের (৩৭) নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে শুক্রবার রাতে আকবরশাহ এলাকার কাঁচা বাজার থেকে অভিযুক্ত  মো. রাকিবুল হাসান জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঘটনায় ব্যবহৃত চাপাতি সংক্রান্ত জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক ভাড়া বাসা থেকে  ০১টি চাপাতি,  স্টিলের তৈরি গোলাকার চেইন পিনিয়ামে লোহার হাতলযুক্ত বিশেষ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট