১৯ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে অভিযানে চালিয়ে মো. সাইফুল ইসলাম (২৬) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কাটাবনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার যুবক কিশোরগঞ্জের পোড়াবান্দা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫–এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, খবর পেয়ে টেকনাফের কাটাবনিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন অপহরণকারী পালিয়ে যায়। পরে ওই এলাকার একটি বাড়ি থেকে অপহৃত সাইফুলকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সাইফুল র্যাবকে জানায় কিশোরগঞ্জের নিকলী থানার বাচ্চু (২৭), টেকনাফের কাটাবুনিয়ার কাশেম (৬০) ও জুনাইদ (২৫) তাকে কাজ দেওয়ার কথা বলে টেকনাফে এনে কাশেম নামের একব্যক্তির বাড়িতে আটকে রাখে। পরে তারা তার কাছ থেকে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারায় তাকে মারধরও করা হয়।
পূর্বকোণ/এএ/এএইচ
The Post Viewed By: 185 People