চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিন্দা ও প্রতিবাদে মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ

সামাজিক মর্যাদা ক্ষুণœ করতেই ডা. শাহাদাতের বিরুদ্ধে মামলা

২১ জুন, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

গত বুধবার সরকারের পোষ্য দালাল নুরুল আনোয়ার কর্তৃক চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ আরো অজ্ঞাতনামা ২০/ ৩০ জন চান্দগাঁও থানায় যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দায়ের করেছে তার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, রোজী কবীর, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি নাজিম উদ্দিন, এম এ হালিম, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী একযুক্ত বিবৃতিতে বলেন, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকারের নীল নকশার অংশ হিসেবে সরকারের পোষ্য দালাল নুরুল আনোয়ার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ডা. শাহাদাত হোসেনকে আন্দোলন থেকে দূরে রাখার জন্যই এ মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও সুস্থ ধারার রাজনৈতিক কর্মকা-ের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা নেতা ডা. শাহাদাত হোসেন। ডা. শাহাদাত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সমাদৃত।
এদিকে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ’র বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে হীন অপচেষ্টা প্রতিফলিত হয়েছে উল্লেখ করে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন মো. শহীদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি এ কে এম ফজলুর হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, ডা. শাহাদাত হোসেন চট্টলার আপামর জনগণের সুখ দুঃখের সারথী। চট্টলার জনগণের মাঝে তার প্রতি ভালবাসা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই তার বিরুদ্ধে এ সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট