১৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ
কর্ণফুলী সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফাহিম আল ফারুক অভির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১১ নম্বর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফাহিম আল ফারুক অভি বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. মারজানের ছেলে।
নিহত অভির মামা মো. হাবিব বলেন, আমার ভাগিনা অভির লাশ শুক্রবার সকালে ১১ নম্বর ঘাট এলাকায় ভেসে এলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। পরে সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৮টায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে এই পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। দু’জনই চট্টগ্রাম শহরের ইপিজেডে পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন অভি। আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ
The Post Viewed By: 1204 People