চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বাইক-কার সংঘর্ষে প্রাণ গেল যুবকের, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মামুন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মো. আব্দুল্লাহ (২০) নামের আরও এক যুবক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের উপজেলার ইছাখালী জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মামুন কদমতলী ইউনিয়নের আধুরপাড়ার রেজাউল করিমের ছেলে। আহত আব্দুল্লাহ
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, আগামী মাসে বিদেশে যাওয়ার কথা ছিল মামুনের। সম্প্রতি তার ভিসাও এসেছিল। এছাড়া আহত আব্দুল্লাহ চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, নিহত মামুন ও আহত আব্দুল্লাহ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দু’জনে বাইকযোগে বুড়ির দোকান এলাকার এক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে আসার সময় বাইকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট