চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনাকালে ঝুঁকি নিয়ে কাজ করেছেন সাংবাদিকরা: কর্মশালায় বক্তাগণ

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:১৯ অপরাহ্ণ

করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে যেভাবে পেশাগত দায়িত্ব পালন করেছেন, সেটি বিশ্বের অন্যান্য সাংবাদিকদের তুলনায় কোন অংশে কম নয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকগণ এবার যেসব চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর কর্মপন্থা ঠিক করতে হবে। তাহলেই আবার কোন স্বাস্থ্যসংকট তৈরি হলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুবিধা হবে।

 

ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)’র উদ্যোগে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভার্চুয়াল এক কর্মশালায় বক্তাগণ এসব মন্তব্য করেন।

 

‘চ্যালেঞ্জেস ইন রিপোর্টিং ডিউরিং পেনডামিক’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলো’র বিশেষ সংবাদদাতা শিশির মোড়ল। মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজার সঞ্চালনায় কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তৌফিক মারুফ, একাত্তর টিভি’র বিশেষ প্রতিবেদক ফারজানা রুপা।

 

কর্মশালায় এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর জানান, স্বাস্থ্য সাংবাদিকদের পেশাগত দক্ষতার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হলে এমআরডিআই সেই ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।
কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে ৩০ জন সাংবাদিক অংশ নেন।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট