চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে ৩য় দফায় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংস

চন্দনাইশ সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:০২ অপরাহ্ণ

চন্দনাইশের হাশিমপুরে হাইকোর্টের নির্দেশে ৩য় দফায়  ৫টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর বাগিচাহাট হয়রত আলী শাহ মাজার এলাকায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে ।

ধ্বংসকৃত ইটভাটাগুলো হচ্ছে- মেসার্স বার আউলিয়া ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং, মেসার্স আলী শাহ্ (রাহ) ব্রিকস্ কোং, বিছমিল্লাহ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং, মেসার্স আলী শাহ্ ব্রিকস্, মেসার্স আর. বি. এল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন পূর্বকোণকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থার অংশ হিসেবে এ অভিযান।’

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট