চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কমছে না মাছের দাম বেড়েছে সবজির

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়লেও বেড়েছে সবজির দাম। কমেনি মাছের দামও। তবে অপরিবতির্ত আছে মুরগি ও মাংসের দাম। গতকাল নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার ঘরে দেখা যায় বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে। গত তিন দিন আগেও সবজির দাম কম ছিল বলেন বিক্রেতারা। সব সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ৫-১০ টাকা। তবে বাজারে সবজির সরবরাহ আগের মত ভালোই আছে। সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা সঠিক

কোন তথ্য দিতে পারেনি। বরং তারা বলেন আড়তদাররা সবজির দাম আমাদের থেকে বাড়িয়ে রাখছে তাই আমরা সেই হিসেবে দাম রাখছি। এদিকে প্রস্তাবিত বাজেট পরবর্তী সময়ে দেশীয় শিল্প রক্ষায় দাম বেড়েছে গুঁড়ো দুধ, অপরিশোধিত ও পরিশোধিত চিনি। প্রাকৃতিক মধুর আমদানি, আইসক্রিম ও ভোজ্যতেলের। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দাম বেড়েছে ডিম, পেঁয়াজ, রসুন ও আদার। প্রতি ডজন ডিমের বর্তমান দাম ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ছিল ২০ টাকা থেকে ৩২-৩৪ টাকা, রসুন ও আদা ১০০ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি ১৪০ টাকায় দরে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে গত সপ্তাহে বেগুন ৩০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু কাল বাজারে এক কেজি বেগুন ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৩০ টাকা, বরবটি ৫০ টাকায়, টমেটো ৪০ টাকা, গাজর ৩০-২৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা ও কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৩০ থেকে বেড়ে ৪০ টাকা, ঝিঙা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, তিতকরলা ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, পটল ৪০ টাকা, ছোট কচু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আবার দোকানগুলোতে সবজির বির্তকিত দামও আছে। বেশ কিছুদিন ধরে সমুদ্রে জাল ফেলা নিষেধ থাকায় বাজারে মাছের সরবরাহ কম। তাই এখনো কমেনি মাছের দাম। মাছ বাজার ঘুরে দেখা যায় রুইমাছ ২৮০ টাকা ও দেশি রুই ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কাতাল মাছ (জীবিত) কেজি ৩০০-৩৫০ টাকা। তেলাপিয়া ১৩০-১৪০ টাকা বিক্রি হচ্ছে। পাঙ্গাস ১২০-১৩০ টাকায় সরপুঁটি ২২০ টাকা, ফার্মের টাকি মাছ ৩০০ টাকা, মাগুর, ৩০০ টাকা ও সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ মাছ ৬০০ গ্রাম ৭০০ টাকা। রূপচাঁদা ৬৫০-৭০০ টাকা, লাল কোরাল ৫০০ টাকা, বড় চিংড়ি ১০০০ টাকা, মাজারি চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী লতিফ মিয়া বলেন, মাছে দাম বেড়েছে। কারণ এখনো সমুদ্রে জাল ফেলা নিষেধ তাই বাজারে মাছের সরবরাহ বন্ধ আছে। যার কারণে দাম বেড়েছে মাছের। এদিকে একমাস ধরে অপরিবতির্ত আছে মুরগির দাম। দেশি মুরগি ৪০০ টাকা, ফার্মের মুরগি ১২০-১৩০ টাকা, কক ২৭০ টাকা ধরে বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়, হাড়সহ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের মাংস কেজি ৭৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট