চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিবেশ দিবসের আলোচনায় বিভাগীয় কমিশনার

পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে

২১ জুন, ২০১৯ | ২:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। দূষণের ফলে গ্রাম, সমাজ ও দেশ আজ হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিধস, তীব্র গরম ও শীত অনুভূত হচ্ছে, অন্যদিকে বনাঞ্চল উজাড়সহ পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। এতে করে পরিবেশ টিকিয়ে রাখা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। পরিবেশ রক্ষায় সচেতন না হলে সভা-সেমিনার করে লাভ হবে না। তাই আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসলে দেশ ও বিশ্বকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এজন্য সচেতনতার কোন বিকল্প নেই। ঘর ও ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরিবেশ

অনুকূলে থাকবে। জীব বৈচিত্র্য রক্ষা ও পরিবেশ বাঁচাতে প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর কাজীর দেউড়িস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ^ পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আসুন বায়ু দূষণ রোধ করি’। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের সভাপতিত্বে শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ^ পরিবেশ দিবসের আলোচনা সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড.মনির উদ্দিন ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন, রচনা, শ্লোগান ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারসহ সনদপত্র তুলে দেন প্রধান অতিথিবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম ডিসি হিলের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এরপর সেখান থেকে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ড হাতে নিয়ে বাদ্য-বাজনা সহকারে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ও নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট