চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদা না দেয়ায় আগ্রাবাদে ফুটপাতের হকারকে মারধর

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:২৪ অপরাহ্ণ

চাঁদা না দেয়ায় নগরীর আগ্রাবাদ লাকী প্লাজার সামনে ফুটপাতের এক হকারকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদা না দেয়ায় সোহেল নামের এক হকারকে স্থানীয় আবদু (৩৫) মারধর করেন বলে জানান হকাররা। মারধরের ঘটনায় ডবলমুরিং থানায় অভিযোগ করা হয়েছে।

তারা অভিযোগ করেন, লাকী প্লাজার সামনে প্রতিদিন ফুটপাতে ১২-১৫টি ভ্যানের উপর কাপড় রেখে বিক্রি করে। আবদু নামের এক স্থানীয় প্রতিটি দোকান থেকে দৈনিক ৫০ টাকা চাঁদা আদায় করে আসছে। মঙ্গলবার সোহেল নামের এক হকার চাঁদা না দেয়ায় তাকে মারধর করেন আবদু। এ ঘটনায় অন্য এক হকার তাৎক্ষণিক ডবলমুরিং থানায় ফোন করে জানায়।

জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, এক হকারকে মারধরের ঘটনায় আমাকে ফোন করে জানায়। তাৎক্ষণিক থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে। ফোর্স আসলে বিস্তারিত জানা যাবে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট