চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ছাগল বাঁচাতে গিয়ে আগুনে নারী দগ্ধ রাউজানে

রাউজান সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আগুন থেকে ছাগল বাঁচাতে গিয়ে জোসনা আরা বেগম তোতা (৫৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দগ্ধ জোসনা আরা বেগম প্রতিদিনের মতো রবিবার রাতে ছাগলকে তাপ দেওয়ার জন্য হাড়িতে করে আগুনযুক্ত কয়লা রাখেন।  কয়লার হাড়িটি ছাগল ফেলে দিলে সকালে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ছাগল বাঁচাতে ছুটে যান জোসনা আরা বেগম। সে সময় তার শরীরে থাকা সিল্কের শাড়িতে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। রক্ষা পেয়েছে দুটি ছাগল ছানাসহ ৩টি ছাগল। দগ্ধ জোসনা আরা বেগম ওই এলাকার ফজল কাদেরের স্ত্রী ও ইদ্রিস মিয়ার মেয়ে।

রাউজান ফায়ার সার্ভিসের লিডার মো. কাউসার আহমেদ বলেন, ‘গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে এমন খবরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ নারীকে হাসপাতলে প্রেরণ করেছি। এর আগে গত রবিবার বিকেলে রাউজান পৌরসভায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট