চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টিকাদান কর্মসূচি পরিদর্শনে চট্টগ্রামে এসেছেন ডা. মীরজাদী

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ২:২৩ অপরাহ্ণ

টিকাদান কর্মসূচি পরিদর্শন করতে চট্টগ্রামে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে পৌঁছান তিনি। এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
পরে তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম বন্দরের সদস্য মো. জাফর আলম, প্রাক্তন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন, সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আফসার, সহকারী বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএমজেড শরীফসহ চট্টগ্রাম সমুদ্রবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট