চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদক কারবারী নুরুল আবছারের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:১৫ অপরাহ্ণ

নুরুল আবছার নামের এক ব্যক্তিকে মাদক চোরাচালানের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ জহির উদ্দিন এ রায় দিয়েছেন।

দণ্ডিত মো. নুরুল আবছার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়ার বদিউল আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিৎ বড়ুয়া  জানান, ২০১৮ সালের ৩ জুন নগরীর পতেঙ্গা থানার নেভাল সড়ক থেকে ৪০ বোতল বিদেশি মদসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে পুলিশ। পতেঙ্গা থানার এএসআই তরুণ কান্তি শর্ম্মা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ২০২০ সালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দণ্ডিত নুরুল আবছার ছয় পুলিশ কর্মকর্তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

উল্লেখ্য,  ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে ২০১৯ সালের ২৫ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ছয় পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন নুরুল আবছার। মামলাটি তদন্ত শেষে অভিযোগের সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযুক্তদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দুদক । পরে গত ১৪ সেপ্টেম্বর নুরুল আবছারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট