চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জাফর আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৮ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, একটি খালি খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাফর আলম উখিয়া থানাধীন বালুখালী এলাকার ছৈয়দ মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, বালুখালী কাস্টমস এলাকায় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের ওপর গুলি চালায়। পরে র‌্যাবও সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাফর আলম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট