চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী গুরুতর আহত

লোহাগাড়া সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সেন্টমার্টিন পরিবহনের ধাক্কায় টিপু সোলতান (২২) নামের একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

আহত টিপু সোলতান (২২) উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার মৃত আবু ছৈয়দের পুত্র। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার লোহারদিঘীর পাড় সংলগ্ন স্বাধীন ইন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহন (চট্ট-মেট্রো-ব-১১-২২১৪) এবং চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় স্বজনরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান।

আহতের চাচাতো ভাই বুলবুল চৌধুরী জানান, তারা দুপুরে একসাথে কয়েকটি মোটরসাইকেল নিয়ে পৃথক পৃথকভাবে বড়হাতিয়ায় একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় কবলিত হন টিপু সোলতান। বর্তমানে আহতের অবস্থা আশঙ্কাজনক। তার কান এবং নাক দিয়ে ব্যাপক রক্তপাত হচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রব জানান, খবর পেয়ে সাথে সাথে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন। দুর্ঘটনায় কবলিত বাস এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট