চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কালো ব্যাচ ধারণ করে চট্টগ্রামে নার্সদের প্রতিবাদ সমাবেশ 

 নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৪২ অপরাহ্ণ

টেকনোলজিস্টদের নার্স হিসেবে রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালের সামনে দ্বিতীয় দিনের মতো কালো ব্যাচ ধারণ করে এ প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নার্সিং কলেজের স্টুডেন্ট, নার্সিং ইন্সট্রাক্টর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক মো. আমিনুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন চট্টগ্রাম নার্সিং কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া খাতুন, মামুন বেপারী, নুসরাত শাওলী, নাসরিন জাহান, সাবিকুন্নাহার সনি, প্রিয়তমা বড়ুয়া, রমা বড়ুয়া ইউসুফ বিজয়, শাকিবুল হাসান, মো. বেলাল উদ্দীন।

এ সময় বক্তারা কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের বাদ দিয়ে স্থগিতকৃত লাইসেন্স পরীক্ষা নেয়ার দাবি জানান। এছাড়াও পরিবার পরিদর্শীকাদের মিডওয়াইফারি সমমান দেয়ার সিদ্ধান্ত বাতিলের আহবান জানান। আগামী ১৬ তারিখের মধ্যে দাবি মানা না হলে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকিও দেয় আন্দোলনরত শিক্ষার্থী ও সিনিয়র স্টাফ নার্সগণ।

এর আগে কেন্দ্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় নার্সেস সংগ্রাম পরিষদ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট